যায় কি আসে তোমার আমার
শিয়াল দিলে হাঁক!
নতুন বছর ভাল কাটুক
এতটুকুই চাওয়া
সুন্দরকে বরণ করি
অশুভকে ধাওয়া।
ভালো থেকো বন্ধুরাসব
যেও নাকো দূরে
বিয়োগ ব্যথা তবু কেন
স্বপ্ন আমার ওড়ে!
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
।
নতুন বছর এসে গেলো বাজে খুশির ঢাক।
নতুন বছর এসে গেলো
বাজে খুশির ঢাক।
যায় কি আসে তোমার আমার
শিয়াল দিলে হাঁক!
নতুন বছর ভাল কাটুক
এতটুকুই চাওয়া
সুন্দরকে বরণ করি
অশুভকে ধাওয়া।
ভালো থেকো বন্ধুরাসব
যেও নাকো দূরে
বিয়োগ ব্যথা তবু কেন
স্বপ্ন আমার ওড়ে!
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
।