ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় মন জোড়ালো ‘আলোছায়ার গানগুলি’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
শিল্পকলায় মন জোড়ালো ‘আলোছায়ার গানগুলি’ গান গাইছেন কলকাতার সংগীতশিল্পী ড. দেবজিত বন্দ্যোপাধ্যায়

ঢাকা: শিল্পকলা একাডেমি ও নাটকের দল থিয়েটারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো কলকাতার সংগীতশিল্পী ড. দেবজিত বন্দ্যোপাধ্যায় ও ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত গানের আসর।

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘আলোছায়ার গানগুলি’ শীর্ষক এ আয়োজন।

সুরের ধারা বইয়ে দিয়ে হেমন্তের সন্ধ্যাটিকে শৈল্পিকতায় ভরে দেন কলকাতার এই দুই শিল্পী।

অনুষ্ঠানস্থলে আগতরাও প্রাণের টানে হারিয়ে যান সুরের ভুবনে।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এসময় শিল্পীদের ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এইচএমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।