ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার’ পেলেন ইমদাদুল হক মিলন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
‘দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার’ পেলেন ইমদাদুল হক মিলন

ঢাকা: সাহিত্যে অনন্য অবদানের জন্য বাংলাদেশ শিশুসাহিত্য সংসদের ‘দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ পেয়েছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। 

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই’র ছাদবারান্দায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন নাট্যজন আতাউর রহমান, মামুনুর রশীদ, সৈয়দ হাসান ইমাম, আলী ইমাম এবং শিশুসাহিত্যিক ফারুক হোসেন। পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, কবি আসলাম সানী, কবি রাজু আলীম, ছড়াকার আলম তালুকদার, শিশুসাহিত্য সংসদের ‘দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ কমিটির প্রধান সমন্বয়ক আমীরুল ইসলাম, রোকনুজ্জামান খান দাদাভাই’র নাতনি প্রিয়তা প্রমুখ।  

অনুষ্ঠানে জানানো হয়, সামনের বছরগুলোতে এ পুরস্কার শিশু একাডেমির ‘রোকনুজ্জামান খান দাদাভাই’ মিলনায়তনে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।