ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

খালি ফ্রেম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
খালি ফ্রেম প্রতীকী ছবি

সম্প্রতি অনেকগুলো কাঠের ফ্রেম বানিয়েছি

প্রত্যেকটার সাইজ সমান-

ছয় ফুট বাই তিন ফুট করে,

বেশ বড় সাইজের ফ্রেমই বলা চলে।

তবে এগুলোতে আমি ছবি না রেখে, যত্ন করে

মূল্যবান স্মৃতি, বর্ণনা, তথ্য ও ঘটনা সাজিয়ে রাখছি।

একটি দখল করে আছে আমার জন্ম ও বেড়ে ওঠার গল্প,

একটির মধ্যে বাবা, মা সহ ভাই-বোনদের সুখস্মৃতি।

আরেকটিতে আমার কলেজ ও ইউনিভার্সিটি লাইফের

মজার মজার সব ঘটনা।

মাঝখানের ফ্রেমটায়,

তোমার সাথে বিয়ে ও পরের অনেক কথা

গোছগাছ করে তুলে রাখা।

তোমার চাপাচাপির কারণে, একটি ভরেছি

আমার সব সফলতার কাহিনী দিয়ে।

ভাবছি একটি ফ্রেম সম্পূর্ণ খালি রেখে দেবো

সেটা হয়তো সাজাবে আমার ছেলে

বা পরিবারের কেউ, অথবা তুমি।

যেটাতে খুব আদরে থাকবে আমার

চলে যাবার সব বর্ণনা,

দুঃখ, ব্যথা ও কান্না।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।