ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সুলতান পদক পাচ্ছেন শিল্পী মুস্তাফা মনোয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
সুলতান পদক পাচ্ছেন শিল্পী মুস্তাফা মনোয়ার

ঢাকা: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নড়াইল শহরের সুলতান মঞ্চে ১০ দিনব্যাপী সুলতান মেলার আয়োজন করা হয়েছে। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছর সুলতান মেলায় একজন গুণী শিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করে। এ বছর সুলতান স্বর্ণ পদক-২০১৮ পাচ্ছেন শিল্পী মুস্তাফা মনোয়ার।

বিগত বছরগুলোতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুলতান স্বর্ণ পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মর্তুজা বশীর, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, মাহমুদুল হক, আব্দুস শাকুর শাহ্, আবুল বারাক আলভী, সমরজিৎ রায় চৌধুরী, আবু তাহের, হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কালিদাস কর্মকার, আব্দুল মান্নান, হাশেম খান ও ফেরদৌসী প্রিয়ভাষিণী।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।