রোববার (২৫ আগষ্ট) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্মরণে-বরণে কথা-কবিতা-গানে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।
এ অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
শিল্পী মহাদেব ঘোষ একে একে গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’, ‘তুমি আমাদের পিতা’, আছে দুঃখ আছে মৃত্যু’, ‘তুমি রবে নীরবে’ ও ‘সকাতরে ওই কাঁদিছে’।
ভারতের শিল্পী সোমরিতা মল্লিক গেয়ে শোনান ‘আমি চিরতরে দূরে চলে যাব’, ‘যেদিন লব বিদায়’, ‘চুরির ডালে নুড়ির মাল্য’, ‘রব না কৈলাশপুরে’ ও ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানগুলি।
অনুষ্ঠানের সূচনা হয় শাহাদাত হোসেন নিপুর আবৃত্তি ও পাঠের মধ্য দিয়ে। এসময় তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ থেকে পাঠ করেন।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করে শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জাতীয় জাদুঘরের কিপার (জনশিক্ষা বিভাগ) ও বিশিষ্ট কবি ড. শিহাব শাহরিয়ার, কবি কাজী রোজি সহ বিশিষ্ট জনেরা উপস্থিথ ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এইচএমএস/এএ