শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শাহবাগের কাঁটাবনে ‘কবিতা ক্যাফে’ রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ আগস্ট) ঐহিক বাংলাদেশ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
নারীদের ক্ষেত্রে অহরহ ‘নারী কবি’ সম্বোধন ব্যবহৃত হলেও, পুরুষদের ক্ষেত্রে ‘পুরুষ কবি’ না বলে কেন ‘কবি’ বলে সম্বোধন করা হয়? এটি এক ধরনের লিঙ্গবৈষম্য কিনা? অনুষ্ঠানে লেখক মুম রহমানের সঞ্চালনায় এ বিষয়ে আলোচনা করবেন- কবি ফরিদ কবির, জুয়েল মাজহার, আয়শা ঝর্না, জাহানারা পারভীন, সাকিরা পারভীন, জুনান নাশিত, আফরোজা সোমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
এইচজে