ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক স্মারকগ্রন্থের প্রকাশ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক স্মারকগ্রন্থের প্রকাশ শুক্রবার

ঢাকা: বঙ্গবন্ধুকে নিয়ে ভারত থেকে প্রকাশিত আন্তর্জাতিক স্মারকগ্রন্থ ‘বঙ্গবন্ধু স্মারকগ্রন্থ’ প্রকাশনা উৎসবের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে অনুষ্ঠানের আয়োজক পর্ষদ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক পর্ষদের সদস্য সচিব ড. শাহাদাৎ হোসেন নিপু, আহ্বায়ক রেজাউল হক চৌধুরী মুশতাক, স্মারকগ্রন্থের সম্পাদক ড. দেবব্রত দেব রায়, ভাষাসৈনিক রঞ্জিত কুমার সাহা, ছড়াকার আসলাম সানিসহ অনেকে।

আয়োজনে রেজাউল হক চৌধুরী মুশতাক বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারত যে প্রকাশনাটি করেছে, তার প্রতি সংহতি জানিয়ে আমরা সে স্মারকগ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান ঢাকায় করার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত শুধু আগরতলার বন্ধুদের প্রতি নয় আমাদের জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন।

সম্পাদক দেবব্রত রায় বলেন, স্মারকগ্রন্থটি বঙ্গবন্ধুকে নিবেদিত এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় ২০০টি লেখা প্রকাশ পেয়েছে এতে। এ গ্রন্থে প্রায় ৭টি দেশের বরেণ্য লেখকরা লিখেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে স্মারকগ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সভাপতিত্ব করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

প্রকাশনা অনুষ্ঠান শেষে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।