ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাতক্ষীরায় পঞ্চদশ কবিতা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
সাতক্ষীরায় পঞ্চদশ কবিতা উৎসব

সাতক্ষীরা: কবি-সাহিত্যিকদের প্রাণের উচ্ছ্বাসে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো পঞ্চদশ কবিতা উৎসব-২০১৯।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ উৎসবের আয়োজন করে কবিতা পরিষদ।

ওই পরিষদের সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল, উপ-ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, ভারতের কবি স্বরুপ মণ্ডল প্রমুখ।  

উৎসবে সাংবাদিকতায় একেএম শহীদউল্লাহ, কবিতায় কবি গোলাম কিবরিয়া পিনু, কবি সৌহার্দ সিরাজ ও কবি উৎপল বাগকে দেওয়া হয় কবিতা পরিষদ সম্মাননা- ২০১৯।  

পঞ্চদশ কবিতা উৎসবে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।