গান পরিবেশন করেন সংগীতশিল্পী মেহেরিন চৌধুরী। ফ্যাশন শোতে অংশ নেন চিত্রনায়িকা নিপুণসহ উদীয়মান নায়িকা-ফ্যাশন ডিজাইনাররা।
রাজধানীর গুলশান লেকপার্কে ‘মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিন চলছে শনিবার (১৪ ডিসেম্বর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
আরও পড়ুন>>তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে: শিল্পমন্ত্রী
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ, ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব) হামিদ আর চৌধুরী। সভাপতিত্ব করছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি টুটলি রহমান।
উৎসবে নান্দনিক ও শৈল্পিক ডিজাইনের কারুশিল্পের পণ্যে মুগ্ধ দেশি-বিদেশিরা। কার্নিভালের বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে হাতে তৈরি কম্বল, পাটপণ্য, দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে তৈরি পণ্য, নকশী কাঁথা, বেনারসিসহ বাহারি কারুপণ্য।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
টিএম/এএটি


