ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘কথা কবিতায়’ কবি তুষার কবিরের সাহিত্য বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
‘কথা কবিতায়’ কবি তুষার কবিরের সাহিত্য বৈঠক ‘কথা কবিতায়’ কবি তুষার কবিরের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ধাবমান সাহিত্য আন্দোলনের ৯২৫তম সাহিত্য বৈঠক। এতে দেশনন্দিত ও তরুণ সমাজের জনপ্রিয় কবি তুষার কবিরের বিভিন্ন কবিতা পাঠ করেন ধাবমান সাহিত্য আন্দোলন নারায়ণগঞ্জের সদস্য ও কবিপ্রেমীরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‘কথা কবিতায়’ নামে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তুষার কবির। বৈঠকে তার ‘প্রেম ও প্র্যাকটিস’সহ বিভিন্ন কবিতা পাঠ করা হয়।

বৈঠকে বক্তব্যে তুষার কবির বলেন, দিন দিন কবিতার পাঠকের সংখ্যা কমছে। তবে যারা সাহিত্য ভালোবাসেন, কবিতা ভালোবাসেন তারা এখনো সরব উপস্থিত থাকেন। কবিতা বেঁচে থাকে পাঠকের পাঠে।

এতে সভাপতিত্ব করেন ধাবমান সাহিত্য আন্দোলন নারায়ণগঞ্জের কাজল কানন। আরও উপস্থিত ছিলেন কবি মাহবুব রহমান, কবি রহমান সিদ্দিক, সারেফ আহমাদ, ধীমান সাহা জুয়েল, অভি জাহিদ, অপার অরণ্য, মিলন মাহমুদ, রাজীব বাঙাল, আলোক আজম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।