শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজশাহী বরেন্দ্র কলেজ মিলনায়তনে গ্রন্থ দু’টির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। একই সঙ্গে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ‘আনাতোলিয়ার ঘাসফড়িং’ নামের কবিতাগ্রন্থটি কবি লোকমান হোসেনের। আর ‘ওই ফুল ছুঁয়োনাকো’নামের গল্পগ্রন্থটিও তারই।
রাজশাহীর কবি ও লেখকদের সংগঠন ‘কবিকুঞ্জ’ আয়োজিত প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি রুহুল আমিন প্রামাণিক। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ গোলাম কবির, ইতিহাস ও সংস্কৃতি গবেষক ড. তসিকুল ইসলাম রাজা ও কবি আলমগীর মালেক।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাচিকশিল্পী শামীমা ডেইজি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।
অনুষ্ঠানে সদ্য প্রকাশিত গ্রন্থ দু’টি নিয়ে কবি লোকমান হোসেন তার অনুভূতি প্রকাশ করেন। প্রকাশনা উৎসব ও আলোচনা সভা শেষে বাচিকশিল্পীরা তার কবিতা আবৃত্তি করেন।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসএস/আরআইএস/