ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জীবনানন্দ দাশকে উৎসর্গ করে একক আবৃত্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
জীবনানন্দ দাশকে উৎসর্গ করে একক আবৃত্তি একক আবৃত্তি ‌‘তিমিরহননের গান' অনুষ্ঠান।

বরিশাল: কবি জীবনানন্দ দাশকে উৎসর্গ করে বরিশালে শাওন আল-আমিনের একক আবৃত্তি ‌‘তিমিরহননের গান' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জলফড়িংয়ের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইমানুল হাকিম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।

আবৃত্তিশিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং জলফড়িংয়ের সদস্যদের উপস্থিতিতে শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা জীবনানন্দ দাশকে উৎসর্গ করে শাওন আল-আমিনের একক আবৃত্তির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এস এম অজিয়র রহমান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।