উপন্যাসটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশনী। চলমান কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের অনিন্দ্য প্রকাশ স্টলে এটি পাওয়া যাচ্ছে।
সমাজের ছোট ছোট ভুলের কারণে শিশুদের মানসিক অবক্ষয়ের বিষয় তুলে ধরা হয়েছে এ উপন্যাসে। এ ব্যাপারে জামশেদ নাজিম বলেন, প্রতিটি উপন্যাস একটি প্রধান চরিত্রের বিভিন্ন দিকে ছায়া ফেলতে ফেলতে এগিয়ে যায়। আবেগের জলডুবিও তাই। এখানে ভালোবাসার নানামুখী প্রকাশ তুলে ধরা হয়েছে। এ উপন্যাস পাঠকের অভিজ্ঞতায় নতুন কিছু মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।
লেখক জানান, আবেগের জলডুবি উপন্যাসের প্রধান চরিত্র রঘু ও প্রজাপতি। তাদের বেঁচে থাকা, স্বপ্ন, প্রেম-বিরহ ছাড়াও চলমান সময়ের ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে।
জামশেদ নাজিম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করছেন। চ্যালেঞ্জিং এ পেশার পাশাপাশি লেখালেখিও ধরে রেখেছেন তিনি। তার প্রথম উপন্যাস ‘একটি গল্পের গল্প’ ও দ্বিতীয় উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’। নাজিমের সাংবাদিক জীবনের বিচিত্র অভিজ্ঞতা তার উপন্যাসগুলো, বিশেষ করে আবেগের জলডুবির উপাদান।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এইচজে