শুক্রবার (৮ মে) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ফেসবুক পেজে।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ আয়োজন সাজানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত, নৃত, কবিতা ও কথামালা দিয়ে।
আয়োজনের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিকর্মী সঙ্গীতা ইমাম। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের মানুষ। তাকে আমরা সবসময় প্রাণের মধ্যে পাই। আমাদের আশা-আকাঙ্খা সব জায়গাতেই তিনি আমাদের সহায়।
স্বাগত কথন শেষে ‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ গানটি পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় আয়োজন। এরপর একে একে সংগীত, নৃত, কবিতা ও কথামালা পরিবেশন করেন দুই বাংলার বিভিন্ন শিল্পীসহ দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরের উদীচীর শাখা সংগঠনের শিল্পীরা।
আয়োজনে উদীচীর সভাপতি সফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাবেক সভাপতি হাসান ইমামসহ বিশিষ্টজনেরা বিভিন্ন পরিবেশনা নিয়ে অংশ নেন।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মে ০৯, ২০২০
এইচএমএস/ওএইচ/