ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঋত্বিক-অক্ষয়-যদুনাথ-রজনীকান্তের বাড়ি সংরক্ষণের আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ঋত্বিক-অক্ষয়-যদুনাথ-রজনীকান্তের বাড়ি সংরক্ষণের আশ্বাস ঋত্বিক-অক্ষয়-যদুনাথ-রজনীকান্তের বাড়ি সংরক্ষণের আশ্বাস দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

রাজশাহী: রাজশাহীতে রয়েছে কালজয়ী চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক, প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, স্যার যদুনাথ সরকার এবং কবি রজনীকান্ত সেনের বাড়ি। গুণী এ মানুষদের বাড়ি সংরক্ষণের ইচ্ছে সরকারের রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজশাহী সার্কিট হাউসে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এসময় সবার উদ্দেশে বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঋত্বিক কুমার ঘটক, অক্ষয় কুমার মৈত্রেয়, স্যার যদুনাথ সরকার এবং কবি রজনীকান্ত সেনের বাড়ি সংরক্ষণের দাবি করে আসছে বিভিন্ন মহল। তাদের দাবি, এ বাড়িগুলো যেন দ্রুত সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিগগিরই বাড়িগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। ’

তিনি বলেন, ‘রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর সামনে একটি মুক্তমঞ্চ করতে এখানকার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা একাধিকবার দাবি জানিয়েছেন। তাই খুব অল্প সময়ের মধ্যে এখানে যেন মুক্তমঞ্চ হয় তারও ব্যবস্থা করা হবে। ’

মতবিনিময় সভায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কামারুল্লাহ সরকার, বাংলাদেশ যাত্রা ফেডারেশনের জেলার সভাপতি গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।