ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

নিসার হোসেনের ‘ষাট বছরের খতিয়ান’ প্রদর্শনী শুরু শুক্রবার

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
নিসার হোসেনের ‘ষাট বছরের খতিয়ান’ প্রদর্শনী শুরু শুক্রবার

ঢাকা: শিল্পের নিভৃতচারী মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন। শিল্পের সঙ্গে সখ্যতা তার জীবনজুড়ে।

এই শিল্পীর ষাট বছর পূর্তি উপলক্ষে ‘ষাট বছরের খতিয়ান’ শিরোনামে এবার শুরু হচ্ছে মাসব্যাপী প্রদর্শনী।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রকৌশলী মঈনুল আবেদীন ও শিল্পানুরাগী কাজী আনিসুল মুকিত। উদ্বোধনের পর শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রদর্শনীর গ্যালারি উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি সৈয়দ আজিজুল হক, সাবেক কূটনীতিক মাহফুজুর রহমান, গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মনিরুজ্জামান এবং শিল্পী অধ্যাপক নিসার হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।