ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

নাটক ‘ইউরিডাইস’ এর উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
নাটক ‘ইউরিডাইস’ এর উদ্বোধনী মঞ্চায়ন নাটক ‘ইউরিডাইস’ এর উদ্বোধনী মঞ্চায়ন।

ঢাকা: নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির নতুন প্রযোজনার নাটক ‘ইউরিডাইস’।

শনিবার (২২ জানুয়ারি) ছুটির দিনের সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নতুন এই নাটকটি মঞ্চে আনা হয়েছে।

প্রখ্যাত ফরাসী নাট্যকার জ্যঁ আঁনুই রচিত ও খায়রুল আলম সবুজ অনুদিত ‘ইউরিডাইস’ এর নির্দেশনায় ছিলেন ড. চঞ্চল সৈকত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।

অন্যদিকে, একই সময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদলের নাটক ‘কবর’। প্রয়াত মুনীর চৌধুরী রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।