ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

নড়াইলে ২ দিনব্যাপী সাহিত্যমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
নড়াইলে ২ দিনব্যাপী সাহিত্যমেলা শুরু

নড়াইল: নড়াইলে দু'দিনব্যাপী জেলা সাহিত্যমেলা শুরু হয়েছে।  

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডুসহ অনেকে।

আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।