ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংকের অডিট কমিটিতে রাশেদ আল তিতুমীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
বাংলাদেশ ব্যাংকের অডিট কমিটিতে রাশেদ আল তিতুমীর

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের অডিটি কমিটি থেকে নজরুল হুদা বাদ পড়েছেন। তার পরিবর্তে এ কমিটিতে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল আহমেদ তিতুমীর।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় বিষয়টি অনুমোদন হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র জানান, পর্ষদ সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। সভার এজেন্ডার এক নম্বরে ছিল কেন্দ্রীয় ব্যাংকের অডিট কমিটি পুনর্গঠন; এখানে নজরুল হুদার পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল আহমেদ তিতুমীরকে যুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বোর্ডে টাস্ক ফোর্সের কার্যপরিধি অনুমোদন হয়েছে, বেক্সিমকো গ্রুপের রিট পিটিশনের বিষয়টি পর্ষদে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন যাচাই রিকভারি সংস্থা নিয়োগের বিষয়টি অনুমোদন হয়েছে এবং মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে ফরেনসিক অডিট করার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বোর্ডে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের অনিয়ম ও জালিয়াতি খুঁজে বের কর‌তে ফরেনসিক অডিট বা নিরীক্ষা করা হবে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরই নগদে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক অনিয়ম খুঁজে বের কর‌তে ফরেনসিক নিরীক্ষা করার জন্য ডাক অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছিলেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাক অধিদপ্তরের আলোচনা হয়। দুই পক্ষ একমত হওয়ায় ফরেনসিক নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়। যা রোববার বোর্ড সভায় অনুমোদন হয়েছ।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
জেডএ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।