সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। এই সমর্থন তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে প্রকাশ করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মান্নান এই সমর্থন জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিজস্ব অডিটে কোনো অমিল নেই। অনেকে মনে করছেন ব্যাংকটি বন্ধ করা উচিত, কিন্তু আমরা মনে করি ব্যাংকের অভিজ্ঞতা ও অবকাঠামো দেশের সেবায় কাজে লাগানো সম্ভব।
তিনি আরও বলেন, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সম্পর্কে আমাদের নিজস্ব অডিট টিম ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বড় কোনো ভিন্নতা নেই। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে আমাদের দ্বিমত নেই। এই সব ব্যাংকের ওপর একটি নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন যেটা সুইটেবল সেটাই সিদ্ধান্ত নেওয়া হবে।
মোহাম্মদ আবদুল মান্নান আরও বলেন, বাংলাদেশের এই পাঁচটি ব্যাংক দীর্ঘদিন ধরে কার্যকর। এগুলো কেবল ভবন নয়, এখানে বহু কর্মী কাজ করছে, বহু মানুষ এই ব্যাংকের জন্য তাদের অভিজ্ঞতা বিনিয়োগ করেছে। এই অবকাঠামোকে কিভাবে ধরে রাখা যায় এবং আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগানো যায়, এটাই আমাদের চিন্তার বিষয়।
তিনি বলেন, অনেকে মনে করেন ব্যাংকগুলো বন্ধ করা ভালো। তবে তা করলে আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, কর্মীদের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে, এবং সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের। পাঁচটি ব্যাংকের দীর্ঘ অভিজ্ঞতা এবং অবকাঠামোর উন্নয়ন কিভাবে দেশের কাজে লাগানো যায়, সেই বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরও জানান, তিনটি পৃথক অডিট নিশ্চিত করেছে যে এস আলম গ্রুপ বেনামি ঋণের মাধ্যমে ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। নিজেদের নামে ঋণ নেওয়ার সুযোগ না থাকার কারণে তারা বেনামি পথে অর্থ নিয়েছে। এই ঋণ আদায় না হওয়ায় ব্যাংকটি মারাত্মক সংকটে পড়েছে।
সূত্র জানিয়েছে, ধারাবাহিকভাবে পাঁচ ব্যাংকের সঙ্গে বৈঠক মঙ্গলবার ছিল তৃতীয় দিন। এর আগে রোববার এক্সিম ব্যাংক এবং সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা হয়নি। আগামী বুধবার (৩ সেপ্টেম্বর) ইউনিয়ন ব্যাংক এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের নতুন তারিখ পরে জানানো হবে।
আজকের বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেডএ/এমজে