ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

ব্যাংকিং

কমল সিআরআর, বাড়ল ব্যাংকের ঋণ বিতরণের সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
কমল সিআরআর, বাড়ল ব্যাংকের ঋণ বিতরণের সুযোগ

ঢাকা: তফসিলি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণে (সিআরআর) পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আগে দৈনিক সিআরআর সাড়ে ৩ শতাংশ ছিল, এখন তা কমিয়ে ৩ শতাংশ করা হলো।

 

তফসিলি ব্যাংকগুলোর গ্রাহকের আমানতের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। এটিই ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর বা নগদ জমা সংরক্ষণ।  

মঙ্গলবার (০৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করেছে। ব্যাংকগুলোকে নগদ অর্থ ব্যবস্থাপনায় সহায়তা করতে এ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, বর্তমানে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দুই সপ্তাহের গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা রাখতে হয়।  

এতদিন আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। তবে বুধবার থেকে দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখলেই হবে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ ব্যাংক দ্বি-সাপ্তাহিক সিআরআর ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ এবং দৈনিক সিআরআর সাড়ে ৪ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩ শতাংশ করে।

বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপের ফলে ব্যাংকগুলোর বিনিয়োগযোগ্য বা ঋণ দেওয়ার মতো তহবিল বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণ নেওয়ার (আইএমএফ) শর্ত হিসেবে মুদ্রা নীতির কাঠামো আধুনিকায়ন করছে বাংলাদেশ ব্যাংক।  

তিনি বলেন, ব্যাংকগুলো এখন দৈনিক ভিত্তিতে টাকা ধার নেওয়ার সুযোগ পাচ্ছে না।  সামনে ১৪ দিন ও ২৮ দিন মেয়াদেও টাকা ধার নিতে পারবে না। ফলে দৈনিক জমা কমিয়ে আনা এবং দুই সপ্তাহ ভিত্তিতে জমা আগের মতো রাখা হয়েছে। এর ফলে ব্যাংকগুলোর ঋণ বিতরণের সুযোগ বাড়ল।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।