ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

ব্যাংকিং

ব্যাংকগুলোকে পরিদর্শন জোরদারে আরও ৪ বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
ব্যাংকগুলোকে পরিদর্শন জোরদারে আরও ৪ বিভাগ

ঢাকা: মানিলন্ডারিং প্রতিরোধ, ইসলামী ব্যাংকগুলোর জন্য আন্তর্জাতিক মানের বিধি ও নীতি প্রণয়ন এবং পরিপালন জোরদার করতে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা সমূহে পরিদর্শনে জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নতুন চারটি বিভাগ গঠন করছে বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন বিভাগ চারটি হলো- ব্যাংক পরিদর্শন বিভাগ-৯ (পুনর্বিন্যাস সংক্রান্ত তথ্য সংযুক্ত); পরিদর্শন পরিপালন বিভাগ; মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ব্যাংক পরিদর্শন ও পরিপালন সংক্রান্ত কার্যক্রম অধিকতর গতিশীলকরণ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগগুলোর অধীন ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও তাদের শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা হবে। এ ছাড়া, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা-২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদন এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রবিধি ও নীতি প্রণয়নসহ এতদসক্রান্ত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন বিভাগ গঠন করা হয়েছে।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিদর্শন কার্যক্রম পরিচালনায় আগে থেকেই আটটি পরিদর্শন বিভাগসহ বিভিন্ন বিভাগ রয়েছে। নতুন চারটি বিভাগ হওয়ার মধ্য দিয়ে ব্যাংকগুলোকে নিবিড় পরিদর্শনের আওতায় আসবে।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।