ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ম্যারাডোনার আইনজীবীকে মামলার হুমকি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩
ম্যারাডোনার আইনজীবীকে মামলার হুমকি!

মিলান: ম্যারাডোনার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি শুক্রবার জানালেন, তার ক্লায়েন্ট আয়কর মামলায় জিতেছেন এবং ‘স্বাধীনভাবে ইতালিতে ফিরতে পারেন’। এমন খবরকে উড়িয়ে দিল ইতালির আয়কর সংস্থা অ্যাজেঞ্জিয়া দেলে এনত্রেত, এমনকি পিসানিকে মামলা ঠুঁকে দেয়ারও হুমকি দিয়েছে তারা।



দিন গড়াতেই মামলা থেকে মুক্তির খবরের প্রতিক্রিয়া আসে আয়কর সংস্থার কাছ থেকে। এক বিবৃতিতে আয়কর সংস্থাটি জানায়, মামলাটি এখন পর্যন্ত ‘বাতিল’ বা ‘সংস্কার’ করা হয়নি।

এমন খবরের ভিত্তিতে যে ক্ষতি হয়েছে তা পূরণে আইনজীবীর বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছে সংস্থাটি।

১৯৮৪-৯১ সালে নাপোলিতে খেলার সময় আয়কর ফাঁকি দিয়েছিলেন ম্যারাডোনা। সব মিলিয়ে ৪০ মিলিয়ন ইউরো দেনা রয়েছে তার। গত কয়েক বছরে ম্যারাডোনা ইতালিতে গেলে আয়কর পুলিশ তার দুটি রোলেক্স ঘড়ি ও একটি হীরার কানের দুল বাজেয়াপ্ত করে।

২০১০ সালে ম্যারাডোনার ৫০তম জন্মবার্ষিকী উদযাপনে নেপলসে একটি ম্যাচ আয়োজনের কথা থাকলেও আয়কর কর্তৃপক্ষের হস্তক্ষেপে বাতিল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।