ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনে মামলা

ঢাকা: রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শুভঙ্কর সাহা বলেন, রিজার্ভ চুরির সব তথ্য প্রমাণ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, ফিলিপাইনের ম্যানিলাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ও কেন্দ্রীয় ব্যাংকের একটি টিম অর্থ উদ্ধারের বিষয়টি নিয়ে কাজ করছেন। ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিসের (ডিওজে) সঙ্গেও আমাদের টিমের আলোচনা হয়েছে।

‘আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিট্যন্সসের (পারস্পরিক আইনি সহযোগিতা) যে সুযোগ আছে তার মাধ্যমে অর্থ আদায়ে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় কিনা তা আমরা খতিয়ে দেখবো। ’

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসই/এটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।