ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংকের পর্যবেক্ষক প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
মার্কেন্টাইল ব্যাংকের পর্যবেক্ষক প্রত্যাহার

ঢাকা: বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের সব ধরনের আর্থিক সূচকের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হওয়ায় পর্যবেক্ষক প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
সোমবার (১১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, মার্কেন্টাইল ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।


 
রোববার (১০ জুলাই) বিকেলে বিষয়টি বাংলাদেশ ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকে জানায়।
 
এর আগে ২০১৪ সালের ৫ নভেম্বর মার্কেন্টাইল ব্যাংকের আর্থিক সূচক ও সুশাসনের অবনতি হওয়ায় বৈদেশিক মূদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
 
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এস আহসান ২০১৫ সালের শেষের দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পর্যবেক্ষক প্রত্যাহারের আবেদন করেন।
 
আবেদনে ব্যাংকের আর্থিক সূচকের উন্নতি ও সুশাসন নিশ্চিত হওয়া, বিদেশি অর্থায়নে বাধা, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে বিঘ্ন সৃষ্টি হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
 
কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন বিষয়টি পর্যালোচনা করে প্রায় একবছর পর পর্যবেক্ষক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসই/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।