ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ

ঢাকা: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইবিএইউবি) উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসানের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণের মধ্যে ছিল চিড়া, চিনি, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, মোমবাতি ও দিয়াশলাই।

 

এতে উপস্থিত ছিলেন আলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. ওসমান আলী মিয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার মো. শাহরিয়ার কবীর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়ার সদস্যসহ অন্যরা।  

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. ওসমান আলী মিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় অসহায় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।