ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

আইবিসিএফ’র ৪৯তম সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আইবিসিএফ’র ৪৯তম সভা অনুষ্ঠিত

ঢাকা: সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ৪৯তম সভা। আইবিসিএফ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সভায় সভাপতিত্ব করেন।

 

সভায় ‘আইবিসিএফ রিসার্চ ও ট্রেনিং একাডেমি’ নামে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটি মধ্যম ও উচ্চ পর্যায়ের কমর্কতা এবং নির্বাহীদের দক্ষতা ও নেতৃত্বের উন্নয়নে কাজ করবে। আগামী ২৯ অক্টোবর উচ্চ পর্যায়ের নির্বাহীদের প্রশিক্ষণের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন আইবিসিএফ’র ভাইস-চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান এম আযীযুল হক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, আইবিসিএফ-এর উপদেষ্টা শাহ আব্দুল হান্নান, এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিয়া, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তৌহিদুল আলম, সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস আলী, আইবিসিএফ’র সচিব মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের সচিব নিজামুল ইসলাম চৌধুরী, ঢাকা ব্যাংক লিমিটেডের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. সিরাজুল হক, প্রাইম ব্যাংক লিমিটেড ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান এ জেড এম সাইকুল ইসলাম, এবি ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামিক ব্যাংকিং শাখার প্রধান নির্বাহী আব্দুস সাত্তার, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান এবং এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব এ কিউ এম সফিউল্লাহ আরিফ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসই/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।