ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী’র ছুটি মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী’র ছুটি মঙ্গলবার

সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী’র ছুটি সোমবারের পরিবর্তে মঙ্গলবার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা: সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী’র ছুটি সোমবারের পরিবর্তে মঙ্গলবার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
 
রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে।

 
 
এতে বলা হয়েছে, ২০১৫ সালের ২৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন মতে ঈদ-ই-মিলাদুন্নবী’র ছুটি চলতি বছরের ১২ ডিসেম্বর (সোমবার) নির্ধারণ করা হয়েছিল।  
 
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার ৮ ডিসেম্বর ২০১৬ তারিখের স্মারক মতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৩ ডিসেম্বর মঙ্গলবার পুন:নির্ধারণ করা হলো।  
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।