ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

গোলাম ফারুক এসবিএসি ব্যাংকের নতুন সিনিয়র এএমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
গোলাম ফারুক এসবিএসি ব্যাংকের নতুন সিনিয়র এএমডি

ঢাকা: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লি. এর জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. গোলাম ফারুক।

এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।  

তিনি ১৯৮৪ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন।

পেশাগত জীবনে মো. গোলাম ফারুক জনতা ও কৃষি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চাকরির বিভিন্ন পর্যায়ে কর্পোরেট ব্যাংকিং বিশেষত ঋণ, বিনিয়োগ, আর্ন্তজাতিক বাণিজ্য এবং তহবিল ব্যবস্থাপনায় কাজ করেছেন।

এছাড়া ব্যাংকের নিরীক্ষণ ও কর্পোরেট কাঠামো গঠনে রেখেছেন অগ্রণী ভূমিকা। পেশাগত উৎকর্ষতার লক্ষ্যে তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেনিং সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন।  

তিনি চৌধুরী নাসির উদ্দীন আহমেদ এবং বেগম লুৎফুন নেসার সন্তান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।