ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইন্স্যুরেন্স মালিকদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
ইন্স্যুরেন্স মালিকদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

ঢাকা: ইন্স্যুরেন্সের নবায়ন ফি রহিতের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোর ইন্স্যুরেন্স সুবিধা বাতিলের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (২১ মে) বিকেলে সচিবালয়ে ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন অর্থমন্ত্রী।

ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেত‍ারা নাবায়ন ফি রহিত করা ছাড়াও করপোরেট ট্যাক্স ৪০ শতাংশের জায়গায় ২৫ শতাংশ নির্ধারণ, পলিসি হোল্ডারদের বোনাসের উপর ট্যাক্স আরোপ প্রত্যাহার দাবি করেন।

অর্থমন্ত্রী এসব বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানান ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেতারা।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।