ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

রাকাবের সাত দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
রাকাবের সাত দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত সনদ বিতরণ, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সিকিউরিটি বিষয়ক সাত দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এই কোর্সে ব্যবস্থাপকসহ অন্যান্য পদমর্যাদার ১৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে রোববার (২২ অক্টোবর) দুপুরে রাকাবের প্রধান কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুঈন উদ্দীন।

রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন।

এ সময় অন্যদের মধ্যে রাকাবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান, প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য আরিফুজ্জামান এবং কোর্সের সমন্বয়কারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মেইনটেন্যান্স প্রকৌশলী ফজলে রাব্বি সালেক আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।