ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতা ইসলামী ব্যাংক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতা ইসলামী ব্যাংক ক্রেস্ট নিচ্ছেন ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসান ও ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব উল আলম।

ঢাকা: ব্যাংকিং খাতে ২০১৭-২০১৮ করবর্ষে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া কাছ থেকে সোমবার (১২ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেরা করদাতা সম্মাননা-২০১৮ অনুষ্ঠানে ক্রেস্ট ও ট্যাক্সকার্ড গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।