ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

মেধাবী ব্যাংকারদের পুরস্কৃত করবে মার্কেন্টাইল ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
মেধাবী ব্যাংকারদের পুরস্কৃত করবে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক

ঢাকা: দেশের তরুণ ও মেধাবী ব্যাংকারদের পুরস্কৃত করতে ‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০১৯’ প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ।

সোমবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের প্রতিযোগিতা ব্যাংকটির দ্বিতীয় আয়োজন।

২০১৮ সালে প্রবর্তিত এ প্রতিযোগিতার মাধ্যমে পাঁচজন তরুণ মেধাবী ব্যাংকারকে প্রথমবারের মতো পুরস্কৃত করেছিল ব্যাংকটি। এবারে প্রতিযোগিতায় অংশ নিতে ৫ থেকে ৭ মে ব্যাংকের ওয়েবসাইটে (www.mblbd.com) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৫ থেকে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পাঁচটি ধাপে প্রতিযোগীদের মান যাচাইয়ের মাধ্যমে শীর্ষ পাঁচ মেধাবী ব্যাংকারকে নির্বাচিত করা হবে। তাদের প্রত্যেককে দুই লাখ নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীদের মধ্য থেকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অর্জন, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে ১০০০ জনকে এমসিকিইউ পরীক্ষার আমন্ত্রণ জানানো হবে। নির্বাচিত ১০০ জন থেকে লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে পাঁচ ব্যাংকারকে। দেশের শীর্ষ ও অভিজ্ঞ ব্যাংকারদের মাধ্যমে জুরি বোর্ড গঠন করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সফলতার সঙ্গে সব ধাপ উত্তীর্ণ পাঁচ ব্যাংকারকে জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।