ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এসএসডি টেক-ওয়ান ব্যাংকের সমঝোতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
 এসএসডি টেক-ওয়ান ব্যাংকের সমঝোতা

ঢাকা: বেসরকারিখাতের ওয়ান ব্যাংক লিমিটেডের সঙ্গে সিস্টেমস সলিউশনস অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস’র (এসএসডি-টেক) একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথাগত অ্যাকাউন্টধারীদের ওকে ওয়ালেট ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল ওয়ালেট হোল্ডারে রূপান্তরের জন্য ওয়ান ব্যাংকের সঙ্গে এসএসডি-টেকের একটি সমঝোতা স্মারক সই হয়।

 

ব্যাংকটির প্রধান কার্যালয়ে সমঝোতা চুক্তি সই অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এসএসডি-টেকের ডিজিটাল সার্ভিস অপারেশনের প্রধান সৈয়দ কামরুল আরেফিন জিহাদ ও ওয়ান ব্যাংকের ইভিপি এবং হেড অব এমএফএস ও এজেন্ট ব্যাংকি গাজী ইয়ার মোহাম্মদসহ দু’প্রতিষ্ঠানের কর্মকর্তারা

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।