ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ধানমন্ডিতে এক্সিম ব্যাংকের ১৩১ তম শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
ধানমন্ডিতে এক্সিম ব্যাংকের ১৩১ তম শাখার উদ্বোধন ফিতা কেটে ব্যাংকের শাখা উদ্বোধন করছেন কর্মকর্তারা।

ঢাকা: রাজধানীর পশ্চিম ধানমন্ডিতে ১৩১ তম শাখা ‘মহিলা শাখার’ উদ্বোধন করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে তার বক্তব্য শুরু করেন।

তিনি এক্সিম ব্যাংকের প্রতিটি শাখায় মুজিব কর্নার স্থাপনের কথাও উল্লেখ করেন। তিনি এক্সিম ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান ও সিএসআরের অবদান তুলে ধরেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের শরিয়াহভিত্তিক কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বানও জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।