ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণসীমা বেড়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণসীমা বেড়েছে

ঢাকা: বাংলাদেশ নিট পোশাক প্রস্তততারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সদস্যদের রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ঋণ গ্রহণের পরিমাণ সীমা বৃদ্ধি করা হয়েছে।

এখন সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন তারা। আগে ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নেওয়া যেতো।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে এও বলা হয়েছে, ঋণ গ্রহণের অন্যান্য শর্তাবলী ঠিকই অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।