ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ঢাকা ব্যাংকের টাকা আত্মসাতে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ঢাকা ব্যাংকের টাকা আত্মসাতে দুদকের মামলা

ঢাকা: তিন কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক বংশাল শাখার সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন এমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

 

শনিবার (১৯ জুন) দুদক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

 জানা গেছে, পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে ঢাকা ব্যাংক বংশাল শাখার সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন এমরান আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধি’র ৪০৯৪২০১০৯ ধারা সহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা করা হয়।

 

শনিবার সন্ধ্যা সাতটায় দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।


বাংলাদেশ সময়: ২২২৯ ঘন্টা, জুন ১৯, ২০২১

এসএমএকে/আরকেআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।