ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় দর্শনার্থীর চেয়ে বাড়ছে ক্রেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
বইমেলায় দর্শনার্থীর চেয়ে বাড়ছে ক্রেতা ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বইমেলার ১৬তম দিনে পেরিয়ে এসে বেড়েছে পাঠক, বেড়েছে বই কেনার হার।  প্রায় অর্ধেক সময় অতিবাহিত হওয়ায় বই দেখার পাশাপাশি এখন পছন্দের বই সংগ্রহ করছেন পাঠকরা।

মাসব্যাপী অনুষ্ঠিত বইমেলায় সাধারণত বিক্রেতাদের অভিযোগ ছিল মানুষ বই দেখে বেশি কিন্তু কেনে কম।  

তবে মেলার শুরুর দিকের পরিস্থিতি এমন হলেও আজকাল বইয়ের বিক্রি বেড়েছে বলে স্বীকার করছেন বিক্রেতারা। প্রতিদিনই আসছে নতুন বই। এখন দর্শনার্থী ও ক্রেতার অনুপাতে প্রায় সমান অবস্থা বিরাজ করছে। শুক্র ও শনিবার রয়েছে ছুটির দিন। এ সময় স্বাভাবিকভাবেই বিক্রি বাড়ার প্রত্যাশা বিক্রেতাদের।  

চন্দ্রদ্বীপ প্রকাশনীর  শামিমা শাহীন বলেন, এখন বিক্রি বাড়ার উপযুক্ত সময়। এখন আমরা মানুষের মধ্যে বই কেনার উদ্দেশ্যে মেলায় আসার মনোভাব লক্ষ্য করছি। সামনের দিনগুলোতে বিক্রির পরিমাণ আরও বাড়বে।  

দেশ পাবলিকেশন্সের বিক্রয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহন লাল। বেচা-বিক্রির অবস্থা জানতে চাইলে তিনি বলেন, খুবই ভালো। প্রতিদিনই আমাদের বিক্রি বাড়ছে।  
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রকিবুল হাসান জানান, বইমেলায় প্রতিবছরই আসি। দূর থেকে আসি বলে এরকম মাঝামাঝি সময়ে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব রয়েছে তাদের সঙ্গে বই মেলায় ঘুরি। প্রতিবারই বই মেলায় কয়েকটি বই কেনার উদ্দেশ্য থাকে। এবারও কিনব। তবে বইয়ের দাম অনেক বেশি বলে মনে হচ্ছে। বিক্রেতারা বলছেন কাগজ কালির দাম বাড়ার কারণে বইয়ের দামেও এর প্রভাব পড়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।