ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

নারায়ণগঞ্জে বই মেলা শুরু হলো ভাষা দিবসে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
নারায়ণগঞ্জে বই মেলা শুরু হলো ভাষা দিবসে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলার উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসন মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 

প্রতিদিন লেখক সমাবেশ, লেখক আড্ডা ও লেখকদের সঙ্গে পাঠকদের মতবিনিময়ের ব্যবস্থাও রাখা হয়েছে বইমেলায়।  

মেলা উদ্বোধনের সময় অতিথিরা বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, বাঙালি জাতির আবেগ, অনুভূতি, সংস্কৃতি, ঐতিহ্য, গৌরবদীপ্ত বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক জাগরণের প্রতীক বইমেলা। বই জ্ঞানের জগতকে আলোকিত করে। বই মেলা তাই বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই পাশ্চাত্য সংস্কৃতি ও প্রযুক্তির সমাজে ছোট বড় সবাইকে বইমুখী হতে হবে। দেশের সংস্কৃতি ও সাহিত্যের চর্চাও নিয়মিত করতে হবে। মাদকের নেশা থেকে যুব সমাজকে বাঁচাতে হলে বইয়ের নেশাকে আঁকড়ে ধরতে হবে।  

সপ্তাহজুড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
এমআরপি/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।