ঢাকা: জাতীয় সংগীতের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
অনুষ্ঠানের পর প্রধান উপদেষ্টা বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন। এর আগে তিনি বাংলা একাডেমি পুরস্কার ২০২৪ প্রদান করবেন। এরপর তিনি বইমেলা উদ্বোধন ঘোষণা করবেন ড. ইউনূস।
‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সুতরাং অন্যান্য বছরের তুলনায় এবারের অমর একুশে বইমেলার প্রেক্ষাপটও ভিন্ন। এবারের অমর একুশে মেলায় গণ অভ্যুত্থানের নানা চিত্র ফুটিয়ে তোলা হবে। এরই পরিপ্রেক্ষিতে বইমেলায় থাকছে ‘জুলাই চত্বর’। মেলায় বিভিন্নভাবে উপস্থাপন করা হবে গণঅভ্যুত্থানকে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
এফএইচ/এসআইএস