ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় মোয়াজ্জেম আজিমের ‘বালুনদী ও গরুরহাটের গল্প’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
বইমেলায় মোয়াজ্জেম আজিমের ‘বালুনদী ও গরুরহাটের গল্প’

অমর একুশে গ্রন্থমেলায় (২০১৪) প্রকাশিত হবে মোয়াজ্জেম আজিমের গল্পগ্রন্থ বালুনদী ও গরুরহাটের গল্প। বইটি প্রকাশ করছে লেটারপ্রেস, প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী মিস্ত্রী।



বালুনদী ও গরুরহাটের গল্প সম্পর্কে মোয়াজ্জেম আজিম বাংলানিউজকে বলেন, ‘এটি আমার প্রথম বই। প্রকাশ করছে লেটারপ্রেস। লেটারপ্রেস হচ্ছে আহমেদ বাদল ও রাখাল রাহার প্রকাশনী সংস্থা।

একটি জমজসহ মোট ১০টি গল্প দিয়ে বইটি আয়োজন করা হয়েছে। বাংলানিউজে প্রকাশিত ভ্রম-অন গল্পটিও থাকছে এই বইয়ে। ’

উল্লেখ্য, মোয়াজ্জেম আজিম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বলিয়ারদি গ্রামে ১৯৭১ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। লেখালেখি শুরু নাটক দিয়ে। গণনাট্য দল ও গল্প থিয়েটারের সক্রিয় কর্মী হিসেবে নাটকের মধ্যদিয়ে সাহিত্য জগতে পদার্পণ করলেও বর্তমানে তিনি গদ্য-সাহিত্যে বেশি সক্রিয়।

পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে। বালুনদী ও গরুরহাটের গল্প তার প্রথম গল্পগ্রন্থ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: তানিম কবির, বিভাগীয় সম্পাদক শিল্প-সাহিত্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।