ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় শাকুর মজিদের ৪টি বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪
বইমেলায় শাকুর মজিদের ৪টি বই

এবারের অমর একুশে গ্রন্থমেলায় শাকুর মজিদের ৪টি বই প্রকাশিত হচ্ছে। এরমধ্যে ৩টি ভ্রমণ কাহিনী ও একটি স্মতিচারণমলূক।



অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে সুইডেনের রাজধানী স্টকহোমের ওপর ভ্রমণ কাহিনী ‘নোবেলের শহর’। ১০০ গ্রাম আর্ট পেপারে সম্পূর্ণ রঙিন এ বইটির প্রচ্ছদ করেছেন আশুতোষ দেবনাথ।

উৎস প্রকাশনী থেকে প্রকাশিতব্য দু’টো ভ্রমণ কাহিনী। চীনের ইউন্নান প্রদেশের কয়েকটি নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকার ভ্রমণ বৃত্তান্ত প্রকাশ পাবে ‘নাশিপাড়া লিজিয়াং’ ভ্রমণ গ্রন্থে। বইটির প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। এছাড়া মালেয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ নিয়ে বের হচ্ছে মালয় থেকে সিংহপুরী। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

শাহ আব্দুল করিমকে ৭ বছর ধরে ভিডিও ক্যামেরাতে অনুসরণ করে ২০০৯ সালে শাকুর মজিদ বানিয়েছিলেন প্রামাণ্যচিত্র ‘ভাটির পুরুষ’। ২০১০ সালে তাঁর জীবন ও দর্শন নিয়ে লিখেছিলেন মঞ্চ নাটক ‘মহাজানের নাও’।

এবার ভাটির পুরুষ নির্মাণের যাবতীয় অভিজ্ঞতার বিশদ বর্ণনা করলেন স্মৃতিচারণ মূলক গ্রন্থ ‘ভাটির পুরুষ-কথা’য়। বেঙ্গল পাবলিকেশনস প্রকাশ করছে এ বইটি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।