ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় মাসুদ আহমেদের ‘ধাওয়া ও পাল্টা ধাওয়া’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
মেলায় মাসুদ আহমেদের ‘ধাওয়া ও পাল্টা ধাওয়া’

বইমেলা প্রাঙ্গণ থেকে: ধ্রুব এষের প্রচ্ছদে মেলায় পাওয়া যাচ্ছে মাসুদ আহমেদের ‘ধাওয়া ও পাল্টা ধাওয়া’ বইটি।

ধাওয়া ও পাল্টা ধাওয়া কোনো কোনো মাসে আমাদের নিত্যদিনের সংবাদ শিরোনাম।

তাই বইটির নামকরণের কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে করেন না লেখক।

মঙ্গলবার বাংলানিউজের সঙ্গে আলাপ হয়ে লেখক মাসুদ আহমেদের।

এর আগেও সামাজিক ব্যাঙ্গ বিদ্রুপ নিয়ে উপভোগ্য গল্প লিখেছেন লেখক, যা দেশে এবং বিদেশে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘অক্টোপাস-২০৪০’, অসততার অনতিক্রম্য চিত্রে ‘পিতা ও পিতৃব্য’, মুক্তিযুদ্ধের মর্মান্তিক চিত্র নিয়ে ‘কল্পতরু’ সহ ১১২টি ছোটগল্প, সাতটি উপন্যাস লিখেছেন মাসুদ আহমেদ।

গল্পগুলোতে হাস্যরসের ব্যাপক উপাদান থাকা সত্ত্বেও সামাজিক অসঙ্গতি নির্দেশক ভাষা ব্যবহার, পরিবেশনার কৌশলের কারণে পাঠকদের বইটি ভালো লাগবে বলে আশা করছেন তিনি।

২০০৫ সাল থেকে সাহিত্যচর্চা করছেন মাসুদ আহমেদ। মুক্তিযুদ্ধ, প্রেম, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি এবং এই অধিবাসের ভবিষ্যৎ চিত্রকল্প মাসুদ আহমেদের লেখার বিষয়বস্তু। ড. মুহাম্মদ শহীদুল্লাহ সাহিত্য পুরস্কার, নাট্যসভা পুরস্কারসহ বিভিন্ন সাহিত্য পুরস্কার পেয়েছেন বইটির লেখক।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।