ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় আমিরুল মোমেনীন মানিকের তিন বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বইমেলায় আমিরুল মোমেনীন মানিকের তিন বই

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের তিনটি বই।

সেভেন্টিওয়ান টেলিমিডিয়া থেকে বেরিয়েছে গল্পের বই ‘জনচাকর’।

পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরের জাতীয় গ্রন্থকেন্দ্রের দুই নাম্বার স্টলে। প্রচ্ছদ করেছেন  আবু ওবায়দা। বইটির দাম ১২০ টাকা।

আলোঘর থেকে প্রকাশিত সঙ্গীত বিষয়ক বই ‘সুর-সঞ্চারী’ও পাওয়া যাবে একই স্টলে। বইটিতে সুর প্রয়োগ, গান রচনা ও বাংলা গানের ক্রমধারা তুলে ধরা হয়েছে। । আবু ওবায়দার প্রচ্ছদে ছাপা বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা।

সমকালীন সমাজ রাজনীতি বিষয়ে আমিরুল মোমেনীন মানিকের তৃতীয় বই ‘মুখোশপরা মুখ’। এ বইটি মেলায় এনেছে আদর্শ প্রকাশনী। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে আদর্শের ৪১১-১২ নম্বর স্টলে পাওয়া যাবে এটি।

গান ও লেখালেখির বাইরে আমিরুল মোমেনীন মানিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে রিপোর্টিং, খবর পাঠ ও টক-শো’র উপস্থাপনা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।