ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় ‘বাংলাদেশের বাইরে নির্মিত প্রথম শহীদ মিনার’

আসাদ জামান ও আবু তালহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
মেলায় ‘বাংলাদেশের বাইরে নির্মিত প্রথম শহীদ মিনার’ ছবি: দিপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: ১২তম দিনে অমর একুশে গ্রন্থমেলায় এসেছে প্রবাসী আব্দুল মালিকের লেখা বই ‘বাংলাদেশের বাইরে নির্মিত প্রথম শহীদ মিনার’।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বইটির মোড়ক উন্মোচন করেন।


 
এসময় মান্নান বলেন, আব্দুল মালিকের বইটি সুনামগঞ্জের ইতিহাসকে সমৃদ্ধ করবে। বাংলাদেশের যারা প্রবাসে থাকেন তারা কেবল বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতিতে অবদান রাখেন এমন নয়, বাংলা ভাষা ও বাংলা সাহিত্যেও তারা অবদান রাখছেন।
 
আব্দুল মালিক বলেন, ১৯৯০ সালে লন্ডন যাওয়ার পরে আমরা বাংলাদেশিরা ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বর নানা কর্মসূচির আয়োজন করতাম। সে সময় আমাদের কাঠের তৈরি শহীদ মিনার ছিল। পরবর্তীতের ১৯৯৫ সালে আমাদের সংগঠন ওল্ডহাম বাংলাদেশে ইয়ুথ অ্যাসোসিয়েশনের (ওবিওয়াইএ) উদ্যোগে আমরা স্থায়ী শহীদ মিনার নির্মাণ করি। সেই ধারাবাহিক বর্ণনাই বইটিতে তুলে ধরা হয়েছে।
 
উড়াল প্রকাশ থেকে প্রকাশিত বইটির দাম ৫৫০ টাকা। বইটি অনলাইনে কিনতে ভিজিট করুন http://www.rokomari.com/book/95407
অথবা ফোনে অর্ডার করতে কল করুন 015 1952 1971 হট লাইন: 16297
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির, বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট শাহজাহান চৌধুরী, সংগঠক বুরহান উদ্দিন, সেলিম আহমেদ মিঠু, মোকাম্মেল হোসেন মেনন, উড়াল প্রকাশনীর সত্ত্বাধিকারী আলী সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।