ওমর, শুভ, আলমগীর ও জয়। অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে আয়ের পথ বের করেছে এই চার বন্ধু।
![](files/001_988406667.jpg)
তাদের হাতে বানানো ঠেলাগাড়িতে করে স্টলে বই পৌঁছে দিচ্ছে এসব দুরন্ত শিশু। দূরত্ব বুঝে ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত নিচ্ছে তারা।
![](files/002_366868264.jpg)
কোলাহলময় মেলায় একটু নির্জন জায়গা পেলেই প্রিয় বইটি নিয়ে বসে দেখছেন ক্রেতা-দর্শনার্থীরা।
![](files/003_297888438.jpg)
দায়িত্ব পালনের পাশাপাশি একটু ফুরসত পেলেই মেলার স্টলে পছন্দের বইটি খোঁজে ফিরছেন নারী পুলিশ সদস্যরাও।
![](files/004_432578369.jpg)
বড়দের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ শিশুটি বলছে-‘আম্মু, আমি এই বইটাই কিনবো। মেলায় গেলে খুদে পাঠকদের এমন মিষ্টি কথার বায়না সবারই কানে আসবে...
![](files/005_511332575.jpg)
সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে প্রবেশের কিছু পরই চোখে পড়বে জাগৃতি প্রকাশনীর স্টল; যেখানে না থেকেও শোকের আবহে আছেন নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপন।
![](files/006_348077392.jpg)
মেলার তৃতীয়দিন জাগৃতির স্টলের সামনে কথা বলেন ছেলে হারা বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
![](files/007_329951224.jpg)
ভালোবাসা যেখানে শুধু বইয়ের সঙ্গে...
![](files/008_585057838.jpg)
ভালোবাসার খোঁজও বইকে নিয়ে...
![](files/009_249934070.jpg)
আবৃত্তি শুনেও প্রাণের মেলায় বিমোহিত হচ্ছেন ক্রেতা-দর্শনার্থীরা।
![](files/0010_409332391.jpg)
লেখক, পাঠক ও প্রকাশকদের নিরাপত্তায় এবার মেলায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/