ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

৫ম দিনে বাংলানিউজ-রকমারি সেরা ক্রেতা নেত্রকোনার মোরশেদ

গ্রন্থমেলা টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
৫ম দিনে বাংলানিউজ-রকমারি সেরা ক্রেতা নেত্রকোনার মোরশেদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: কেবল বইয়ের টানে নেত্রকোনা থেকে ছুটে এসেছেন সৈয়দ সরওয়ার মোরশেদ। শুধু যে একা এসেছেন তা নয়।

নিয়ে এসেছেন পরিবারের সবাইকে। মেলা ঘুরে কিনেছেন হরেক রকম বই। পরিবারের সবার হাতেই শোভা পাচ্ছে নানা রংয়ের বই।

অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম দিনের সন্ধ্যায় মোরশেদকে খুঁজে বের করে বাংলানিউজ। কথা বলে জানা যায়, গল্প-কবিতা, শিশুতোষ বইসহ প্রায় সাড়ে ৬ হাজার টাকার বই কিনেছে মোরশেদের পরিবার।

মোরশেদের শিশু সন্তান নায়েল বাংলানিউজকে বলেন, গোপাল ভাঁড়সহ কয়েকটি বই পছন্দ হয়েছে। আব্বু তা কিনে দিয়েছে।

মেলায় মোরশেদের স্ত্রী নিশাত জেবিন, বোন আফরোজা সুলতানা ও সন্তান আরিয়ানাকেও পছন্দের বই কিনে দিয়েছেন তিনি।

মোরশেদ বলেন, পরিবারের সবার জন্য পছ্ন্দমতো বই কিনেছেন। নেত্রকোনা থেকে ঢাকায় এসে বনশ্রীতে বোনের বাসায় উঠেছেন বলে তিনি জানান।

তার পুরো পরিবারই বইয়ের পাঠক। কাজের মাঝে একখণ্ড অবসর খুঁজে নেন বইয়ের জন্য জানান ব্যবসায়ী মোরশেদ।

একাডেমি প্রাঙ্গণে বাংলানিউজের স্টলে পঞ্চম দিনের সেরা ক্রেতা  মোরশেদের পরিবারের হাতে পুরস্কার তুলে দেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট সাজেদা সুইটি, নিউজরুম এডিটর সৈয়দ ইফতেখার আলম, রকমারির কর্মকর্তা কাজী কাউসার সুইট।
 
নিয়মিত দেওয়া হচ্ছে  ‘বাংলানিউজ-রকমারি বইমেলা  ‘সেরা ক্রেতা’ পুরস্কার। পুরো ২৯ দিনের মেলায় বই কেনার খুশির মাত্রা আরেকটু বাড়িয়ে দিতেই এমন আয়োজন।   মেলায় ঘুরতে আসা বইপ্রেমীদের এক বা একাধিক ব্যক্তির গ্রুপ বা পরিবারের সদস্যদের বইয়ের প্রতি ভালোবাসাকে সম্মান জানাতে অনলাইন বুক শপ www.rokomari.com ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র উদ্যোগে প্রতিদিন দেওয়া হবে ৫০০ টাকার বই পুরস্কার।

বিজয়ীর জন্য আরও থাকছে পরবর্তী ছয় মাসের জন্য রকমারি থেকে কেনা যেকোনো বইয়ের জন্য ফ্রি শিপিং।

রকমারি বাংলানিউজ বইমেলা প্রতিদিনের সেরা ক্রেতা পুরস্কার চলবে মেলার শেষ দিন পর্যন্ত। চাইলে আপনিও বেশি বেশি বই কিনুন, পুরস্কার জিতুন। আর মেলায় আপনাকেই খুঁজে বের করবে বাংলানিউজ।
 
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এডিএ/এমজেএফ/

** প্রাণের মেলায় প্রাণের জোয়ার
** কোলে-পিঠে চেপে মেলায় ঘুরে বেড়ানোর দিন
** সময়টা শুধু শিশুদের
** বইমেলায় রং-তুলি, শিশুদের লুটোপুটি
** বাংলা একাডেমিতে চলছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
** বাংলা একাডেমির শিশু প্রতিযোগিতার ফরম বিতরণ শেষ বুধবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।