ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় তৌহিদুর রহমানের ‘শঙ্খচিলের মৃত্যুদৃশ্যের পর’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বইমেলায় তৌহিদুর রহমানের ‘শঙ্খচিলের মৃত্যুদৃশ্যের পর’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় বের হয়েছে তৌহিদুর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শঙ্খচিলের মৃত্যুদৃশ্যের পর’।
 
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এক বীরাঙ্গনার জীবন সংগ্রামের সত্য ঘটনা অবলম্বনে উপন্যাসটি রচিত।

এটি প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৫০১, ৫০২ নম্বর স্টলে ‘শঙ্খচিলের মৃত্যুদৃশ্যের পর’ পাওয়া যাচ্ছে।
 
সাংবাদিক তৌহিদুর রহমান নিয়মিত বিভিন্ন পত্রিকায় গল্প, উপন্যাস ও ভ্রমণকাহিনী লেখেন। এর আগে তার প্রথাবিরোধী উপন্যাস ‘নীল যমুনার জলে’ প্রকাশিত হয়। তার ছোট গল্পের বই ‘জোছনায় অন্ধ যুবক’। লিখেছেন জার্মানির ওপর ভ্রমণকাহিনী ‘ব্রান্দেনবার্গ গেট’।
 
তৌহিদুর রহমান দৈনিক জনকণ্ঠের কূটনৈতিক রিপোর্টার হিসেবে কর্মরত। এর আগে তিনি দৈনিক সংবাদ, আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
 
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।