ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে আনিস আলমগীরের দ্বিতীয় বই 'ট্রাজেডি অব আরব স্প্রিং'। পাওয়া যাচ্ছে আদর্শ’র ৫৭৫-৫৭৬ নম্বর স্টলে।
ইরাক রণাঙ্গন-এর একযুগ পর এটি তার দ্বিতীয় বই।
বইটিতে আরব বসন্তের বর্তমান রোদন কাহিনীর পাশাপাশি ইউরোপ-আমেরিকা, দক্ষিণ এশিয়াসহ এক মলাটে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক বিশ্বের বিভিন্ন চিত্র উঠে এসেছে।
আনিস আলমগীর, সাংবাদিক এবং সাংবাদিকতার শিক্ষক হিসেবেই পরিচিত। ইরাক এবং আফগান যুদ্ধে সংবাদ সংগ্রহের কারণে বাংলাদেশের প্রথম ও একমাত্র যুদ্ধ সংবাদদাতা হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। সাংবাদিকতার প্রায় সবক্ষেত্রে বিচরণ করলেও পরিচিতি পেয়েছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে।
বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচএস